• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মানুষকে গ্রন্থাগারমুখী করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০১:৪৬ পিএম
মানুষকে গ্রন্থাগারমুখী করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গ্রন্থাগার মানুষকে আলোকিত করে। ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। মানুষকে গ্রন্থাগারমুখী করতে হবে।

শনিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর গণগ্রন্থাগার অধিদপ্তরের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে গ্রন্থাগার দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আসাদুজ্জামান খান বলেন, “মান সম্পন্ন বই পড়া এবং মানবিক মানুষ হওয়ার জন্য গ্রন্থাগার প্রয়োজন। দেশে বেশি বেশি লাইব্রেরি স্থাপন করতে হবে এবং সেগুলোকে ঠিকমতো পরিচালনা করতে হবে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি থেকে এ দিবসটি পালন করে আসছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “গ্রন্থাগার যত সমৃদ্ধ হবে, দেশ ততো এগিয়ে যাবে। জঙ্গিবাদ দূরীকরণে মানুষকে গ্রন্থাগারমুখী করতে হবে। থানা ভিত্তিক গ্রন্থাগার নির্মাণ করা উচিত। নতুন প্রজন্মকে জানাতে হবে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য।”

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এতে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সভাপতিত্ব করছেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর।

এবারের প্রতিপাদ্য বিষয় ‘সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’। দিবসটি উপলক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!