রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৮৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার থেকে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২ হাজার ৯০৮ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইন, ৭৯ কেজি ১১০ গ্রাম গাঁজা ও ১৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬০টি মামলা করেছে পুলিশ।