• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ময়লার স্তূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০২:১৭ পিএম
ময়লার স্তূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মসজিদের পাশের ময়লার স্তূপ থেকে এক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স ৮ মাস।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রয়েল জিয়া বলেন, “৯৯৯-এ খবর পেয়ে আমরা জরুরি বিভাগের পাশের মসজিদের ময়লার স্তূপ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় মেয়েশিশুর মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।”

রয়েল জিয়া আরও বলেন, “কে বা কারা ওই শিশুকে ময়লার স্তূপে ফেলে রেখে গেছে, তা আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আশপাশের লোকজনও কোনো তথ্য দিতে পারেননি।”

Link copied!