করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঝুঁকিপূর্ণ দেশে তালিকায় বাংলাদেশকে রেখেছিল ভারত। বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানান তিনি।
রোববার (২৮ নভেম্বর) ভারতের মহারাষ্ট্রে এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হন। তিনি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রবেশ করেছিলেন। এরপরই ভারত সরকার বাংলাদেশসহ প্রায় অনেকগুলো দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করার বিষয়ে নির্দেশিকা জারি করে।
মঙ্গলবার সেই তালিকা হালনাগাদ করেছে ভারত সরকার। নতুন তালিকায় বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম।