• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বয়স ৪০ হলেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ১২:২৮ পিএম
বয়স ৪০ হলেই বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “বয়স ৪০ হলেই করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।”

রোববার (৩০ জানুয়ারি) করোনার পরিস্থিতি নিয়ে রাজধানীর বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্মেলনে এ কথা বলেন জাহিদ মালেক।

করোনার সংক্রমণ রোধে টিকার বুস্টার ডোজ গ্রহণে বয়সসীমা কমানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “৫০ বছরের বেশি বয়সের সবাইকে বুস্টার ডোজ দেওয়া হচ্ছিল। এখন সেটা কমিয়ে ৪০ করা হলো। আজ থেকে এটার কাজ চলবে।”

১২ বছর বয়স বয়সীদের টিকা দেওয়া হবে, জনসনের টিকা ভাসমান লোকদের দেওয়া হবে বলে জানান তিনি।

Link copied!