• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২১, ০২:১৪ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাইনুল ইসলাম (২৬)।

রোববার (৫ ডিসেম্বর) বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।

মাইনুলের শ্বশুর আব্দুল আজিজ বলেন, রোববার রাত ১১টায় রিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন মাইনুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মাইনুলকে মৃত ঘোষণা করেন।”

আব্দুল আজিজ আরো বলেন, “মাইনুল সাতারকুল এলাকার শাহাবুদ্দিনের রিকশার গ্যারেজে থাকতেন। তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার শান্তিনগর গ্রামে। তিনি ওই গ্রামের আশিক আলীর ছেলে।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক বাচ্চু মিয়া  বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। রাতে বাড্ডা থানাকে খবর দিয়েছিলাম, তারা এসেছে। এছাড়া বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।”

Link copied!