• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপির ভূমিকাই রহস্যজনক : তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৬:০৩ পিএম
বিএনপির ভূমিকাই রহস্যজনক : তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, “খালেদা জিয়াকে অসুস্থ রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় বিএনপি। এতে করে তাকে অসম্মান করা হচ্ছে। এ সময় খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য বিএনপিকে অনুরোধ করেন তিনি।”

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নতুন পরিষদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, “আমরা অতীতেও দেখেছি, বেগম জিয়া যখন অসুস্থ হয়েছেন তারা দাবি তুলেছে, তাকে (বেগম জিয়া) বিদেশ পাঠাতে হবে। হাঁটুতে ও শরীরের তাপমাত্রা বেড়ে গেলেও তাকে বিদেশ পাঠাতে হবে। কিছু হলেই বিদেশ পাঠাতে হবে- এই জিকির তোলার কারণ কী? কারণটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”

হাছান মাহমুদ বলেন, “তারা (বিএনপি) খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দিতে চান। বিশেষত বেগম জিয়াকে পাঠাতে চান লন্ডনে, যেখানে তারেক জিয়া আছে। দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও বেগম জিয়া যাতে সেখান থেকে আবার রাজনীতি করতে পারেন। তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে সেখান থেকে রাজনীতি করছেন। বেগম জিয়াকে পাঠিয়ে দিয়ে তারা সে কাজটি করতে চান।” 

বেগম জিয়াকে বিদেশ পাঠানোর দাবি তার স্বাস্থ্যগত কারণে নয়, রাজনৈতিক কারণে বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, “ডাক্তার বা এভারকেয়ার হাসপাতাল এ দাবি জানাচ্ছে না, জানাচ্ছেন বিএনপি নেতারা।”

এ সময় হাছান মাহমুদ প্রশ্ন রেখে বলেন, “বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন-এটি কে বলেছেন? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। কোনো ডাক্তার এখনও বলেননি বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন। বিএনপির নেতারা কি চিকিৎসক হয়ে গেছেন, এটি আমার প্রশ্ন।”

এছাড়া খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে সরকার রহস্যজনক আচরণ করছে বিএনপির এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির ভূমিকাই রহস্যজনক। কিন্তু সরকারের ভূমিকা অত্যন্ত স্পষ্ট। দেশে যাতে খালেদা জিয়া সর্বোচ্চ চিকিৎসা পান সেটা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দেশের সব বড় বড় চিকিৎসকদের নিয়ে খালেদা জিয়ার চিকিৎসা করাতে সেটাও করতে চায় সরকার। কিন্তু তাদের ভূমিকা রহস্যজনক এজন্য যে, খালেদা জিয়া অসুস্থ হলে বিদেশ নিতে চায় এটিই আসলে রহস্যজনক।”

Link copied!