• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘বিএনপি ভুলে যাচ্ছে খালেদা দণ্ডিত আসামি’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২১, ০৪:১২ পিএম
‘বিএনপি ভুলে যাচ্ছে খালেদা দণ্ডিত আসামি’

খালেদা জিয়া দণ্ডিত আসামি, এটা বিএনপির ভুলে গেলে চলবে না বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (২৬ নভেম্বর) ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদবিরোধী দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় হানিফ এ কথা বলেন। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়া যে একজন দণ্ডিত আসামি বিএনপি তা ভুলে গেছে। দণ্ডপ্রাপ্ত আসামি দেশের বাইরে যেতে পারেন না।”

রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইলে তিনি ক্ষমা করে দিতেও পারেন বলে জানান তিনি।

বিএনপির মধ্যে প্রকৃত শিক্ষার আলো নেই অভিযোগ করে ওই নেতা বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতারা রাজনীতি করছেন। মাঠ গরম করছে।”

হানিফ বলেছেন, “একজন দণ্ডিত আসামিকে জননেত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়ে তাকে বাড়িতে অবস্থানের সুযোগ করে দিয়েছেন। এর আগে জেলে থাকার সময় ব্যক্তিগত সহকারীকে (একজন নারী) রাখার ব্যবস্থা করে দিয়েছিলেন।”

বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) আয়োজিত সভায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়।

আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও তথ্য-সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার, নিরাপত্তা বিশ্লেষক ও ইনস্টিটিউট অব কনফ্রিক ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!