• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির এজিএম ৩১ ডিসেম্বর


রাবি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৫:৩৯ পিএম
বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির এজিএম ৩১ ডিসেম্বর

বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির সাধারণ সভা ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। এ বছর সভার ভেন্যু হিসেবে ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন হল নির্ধারণ করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সায়েদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ হিসাববিজ্ঞান সমিতির সদস্য হতে হলে অবশ্যই হিসাব বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এবং ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ (আইসিএসবি) সম্পন্ন শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবে। তবে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২ ডিসেম্বরের মধ্যে সদস্যপদ গ্রহণ করতে হবে। যারা নতুনভাবে সদস্য পদ গ্রহণ করবেন তাদেরকে অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকার সদস্য নির্দেশিকা অংশে ছবিসহ ছাপানো হবে।

Link copied!