• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘বর্তমান সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০৬:১২ পিএম
‘বর্তমান সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে’

বর্তমান সরকার মানুষের অধিকার কেড়ে নিয়ে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের বিজয় র‌্যালি উদ্বোধনের পর দেওয়া বক্তব্যে ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

এই সরকার আমাদের সব অধিকার ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব আরও বলেন, “রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ রক্ষার জন্য বহুদলীয় গণতন্ত্রের যে সূচনা হয়েছিল, সে সবই ধ্বংস করেছে এই সরকার। এই র‌্যালি দেশের মানুষের নতুনভাবে জেগে ওঠার র‌্যালি।”

দেশের মানুষ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পক্ষে বলে তিনি মন্তব্য করেছেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, “এ দেশের মানুষ তারেক রহমানকে দেশে দেখতে চায়। এই দেশের মানুষ গণতন্ত্র চায়, এ দেশের মানুষ স্বৈরতন্ত্র চায় না।”

আমাদের বিজয় যাত্রা শুরু হলো, এটাকে আমরা স্বৈরাচার হাসিনার পতনের দিকে নিয়ে যাব মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “এ দেশের মানুষ কথা বলতে চায়। তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। গণতন্ত্র রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়েও সংগ্রাম করব এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করব।”

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ টুকু, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, মহানগর উত্তরের সভাপতি আমানউল্লাহ আমান, দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ।

Link copied!