সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
রোববার (২০ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে জাতীয় ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতি, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক নেতা ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে তার তাকে গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে শনিবার বিকেল ৪টায় নেত্রকোণায় তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সাহাবুদ্দীন আহমদকে গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগে ২০১৮ সালে ৮০ বছর বয়সে মারা যান সাহাবুদ্দীন আহমদের স্ত্রী আনোয়ারা আহমদ।
শনিবার দুপুরে কেন্দুয়ার পেময়ীতে গ্রামের বাড়িতে তার মরদেহ নেওয়া হয়। সেখানে তার প্রথম জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৯৯০ সালের ১৪ জানুয়ারি প্রধান বিচারপতির দায়িত্ব নেন সাহাবুদ্দীন আহমদ। ওই বছরই স্বৈরশাসক এইচএম এরশাদ পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।
দায়িত্ব পালন শেষে ফের প্রধান বিচারপতি পদে ফিরে অবসরে যান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে রাষ্ট্রপতি হন সাহাবুদ্দিন আহমদ। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ হতে অবসর গ্রহণ করেন।