“গ্রামের নিরাপত্তা নিশ্চিতে গত এক বছর ধরে সারা দেশে বিট পুলিশিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রতিটি ইউনিয়নে একটি করে থানা হবে।”
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এসব কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ।
অনুষ্ঠানে বিট পুলিশিং কার্যক্রমকে কেন্দ্র করে ৫টি গল্প নিয়ে প্রথম ধাপে তৈরি গ্রাফিক্স নভেল অ্যানিমেটেড ফিল্ম সিরিজ ‘দুর্জয়ের ডায়েরি’ উদ্বোধন করা হয়।
বেনজীর আহমেদ বলেন, “এক বছরের ওপর সারা বাংলাদেশে বিট পুলিশিং নিয়ে কাজ করছি। এখন বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকাতে সেবা দিচ্ছি। এ কার্যক্রমের মাধ্যমে ২০ থেকে ২৫ হাজার মামলা কমে গিয়েছিল।”
আইজিপি বলেন, “বিট পুলিশিং করতে গিয়ে মানুষকে তো বোঝাতে হবে আমরা কী বোঝাতে চাই। গ্রাফিক্স নভেলের মাধ্যমে দ্রুত মানুষের মধ্যে মেসেজ দেওয়া যায়। ইতিমধ্যে বিট অফিসারদের বসার জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি রুম বরাদ্দের আবেদন করা হয়েছে।”
ড. বেনজীর আহমেদ বলেন, “কমিকের মাধ্যমে বিট পুলিশের কার্যক্রম সম্পর্কে শিশুরা জানতে পারবে। পাশাপাশি বিট অফিসার কী কী করতে পারবেন, তা-ও জানা যাবে। এরপর ও বিভিন্ন অ্যাজেন্ডাভিত্তিক পরবর্তী সিরিজ প্রকাশ করা হবে।”