• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ফের রোড ডিভাইডার ভেঙে পথচারীর ওপর বাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৪:৪৭ পিএম
ফের রোড ডিভাইডার ভেঙে পথচারীর ওপর বাস
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান এলাকায় রোড ডিভাইডার ভেঙে এক পথচারীর ওপর উঠে গেছে শ্রাবণ পরিবহনের একটি বাস। ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার  (৩০ ডিসেম্বর) জিপিও মোড়ের পাশে বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

সালাউদ্দিন মিয়া জানান, বিকেলে শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। পরে হাসপাতালে একজন মারা গেছেন।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, একটি বাসের চাপায় আহতদের ঢাকা মেডিকেলে নেওয়ার পর একজন মারা গেছেন। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে রাজধানীর খিলক্ষেত এলাকায় মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।

Link copied!