দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা জানান।
এদিকে স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন বলেন, “প্রয়োজনে একদিনেও আইন প্রণয়ন করা যায়। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের আইনতো আমরা একদিনেই করেছি। আইন প্রণয়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য আছে এখন সেটা করার উদ্যোগ নেওয়া দরকার।”
এ সময় নির্বাচন কমিশন আইন গঠনের বিষয়ে জোর দিয়ে মেনন বলেন, “নতুন বছরে শুরুর অধিবেশনে আইন প্রণয়ন করা যেতে পারে। আইন করতে হবে, প্রয়োজনে একদিনেও আইন করা যায়।
সেইসঙ্গে সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে কার্যকরী কমিটির পরামর্শ দিয়েছি। দুজন নারী সদস্য রাখার প্রস্তাব দিয়েছি।”
সংসদে রাজনীতিবিদ কমে গেছে দাবি করে মেনন বলেন, “রাজনীতিতে যে টাকার খেলা চলছে তা বন্ধ করতে শক্তিশালী নির্বাচন কমিশন প্রয়োজন।”
এদিকে গণতন্ত্রে সংলাপ খুব গুরুত্বপূর্ণ জানিয়ে মেনন বলেন, “সংলাপ নিয়ে যারা সমালোচনা করছে, তাদের জনমত গঠন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।”
দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া বিকল্প নেই বলেও জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি।
এর আগে বিকেল ৪টায় বঙ্গভবনে এ সংলাপ শুরু হয়। এতে দলের সভাপতি রাশেদ খান মেননসহ সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিদলে আরও ছিলেন- আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, নুর আহমেদ বকুল, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক ও নজরুল ইসলাম হাক্কানী।