জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় দেওয়া সেই পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ নিয়মিত মাদক সেবন করতেন বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের হোটেল ডি মেরিডিয়ানের সামনে ব্রিফিংকালে এই কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে এই একই হোটেলে অভিযান চালিয়ে শাহনেওয়াজকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার হোটেলের কক্ষ থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।
ব্রিফিংয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চড় দেওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন সাময়িক বরাখাস্তকৃত পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হোটেল ডি মেরিডিয়ানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
কমান্ডার খন্দকার আল মঈন আরো জানান, শাহনেওয়াজ হোটেলের যে কক্ষটিতে ছিলেন সেখানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে শাহনেওয়াজ জানিয়েছেন, তিনি নিয়মিত মাদক সেবন করতেন।
র্যাবের এই পরিচালক আরো জানান, শাহনেওয়াজ জিজ্ঞাসাবাদের আরো জানান, উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ হারানো এবং পৌর মেয়রের পদ থেকে সামায়িক বরখাস্ত হওয়ার পর তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় তিনি আত্মাগোপনে যান।
গত ১৬ ডিসেম্বর জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাই স্কুল মাঠে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে চড় মারেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের সময় মেয়রের নাম পরে ডাকায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেন শাহনেওয়াজ। এই ঘটনায় মেয়রের নামে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন ওই উপজেলা শিক্ষা কর্মকর্তা। পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাহনেওয়াজকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়। সাময়িক বরখাস্ত করা হয় পৌর মেয়রের পদ থেকেও।