প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের ভোগের বস্তু হিসেবে দেখার সুযোগ নেই, দেখতে হবে সহযোদ্ধা হিসেবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, “শুধু আইন করলে হবে না। মানসিকতাটা বদলাতে হবে। চিন্তাচেতনায় পরিবর্তন আনতে হবে। বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বিশ্বাসটা করতে হবে। নারীরা শুধু ভোগের বস্তু নয়, নারীরা সহযোদ্ধা। নারীরা সহযোগী, সহযাত্রায় চলতে হবে। সমান অধিকার দিতে হবে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “সন্তানের পরিচয়, সেখানে মায়ের নাম লেখা থাকত না। যে মা সন্তান ধারণ করে, জন্ম দেয়, সেই মায়ের নামটা থাকবে না, এটা কেমন কথা হলো? এ ক্ষেত্রেও আমি ব্যবস্থাটা করে দিই।”
শেখ হাসিনা বলেন, “আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে, বিমান-হেলিকপ্টার এখন নারীরা চালাচ্ছে। আমাদের ট্রুপার আছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের নারী অফিসার, পুলিশ, সেনা ও বিমানবাহিনীর মেয়েরা অত্যন্ত চমৎকার কাজ করছে। তাদের চাহিদাও বেড়ে যাচ্ছে। পুরুষরা যেটা পারে, নারীরা তার চেয়ে আরও ভালো পারে, এতে কোনো সন্দেহ নেই।”