ঢাকা-পাবনা দৌড়ঝাঁপ, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বোঝাপড়া, শহর ও আশপাশে নানা রঙের ব্যানার, পোস্টারে ভরপুর। চারিদিকে নানা গুঞ্জন আর আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলা শাখার সম্মেলন। ২০১৪ সালের ২০ ডিসেম্বর, অর্থাৎ ৬ বছর আগে সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ছয় বছর পর জেলা কাউন্সিল ঘিরে শহরজুড়ে সাজ সাজ রব পড়েছে। শহরের প্রবেশমুখ গাছপাড়া বাইপাস ও টার্মিনাল এলাকা থেকে শুরু হয়েছে ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলনস্থল পাবনা পুলিশ লাইনস মাঠে চলছে মঞ্চ নির্মাণের কাজ। তদারকি করছেন জেলা আওয়ামী লীগের সম্পাদকসহ জেলার শীর্ষ পর্যায়ের নেতারা।
এদিকে জেলা কমিটির শীর্ষ দুটি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা জানান দিতে নেতা-কর্মী ও সমর্থকেরা রংবেরঙের প্যানাতে পছন্দের প্রার্থীদের নাম জানান দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক সরগরম। স্থানীয় গণমাধ্যমে চলছে প্রচার-প্রচারণা। কে হচ্ছেন সভাপতি, কে হচ্ছে সম্পাদক, এ নিয়ে যেন জল্পনা-কল্পনার শেষ নেই। এদিকে প্রার্থিতা জানান দিতে কেউ কেউ সংবাদ সম্মেলনও করছেন। দিন যতটা ঘনিয়ে আসছে, আলোপ-আলোচনা যেন তুঙ্গে উঠেছে। সেই সঙ্গে ভারী হচ্ছে প্রার্থীদের নামের তালিকা।
খোঁজ নিয়ে জানা গেছে, সভাপতি ও সম্পাদক পদে কমপক্ষে আটজনের করে নাম শোনা যাচ্ছে। সভাপতি হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি (সিনিয়র সহসভাপতি) ও জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা জেলা কৃষক লীগের সভাপতি তৌফিকুর রহমান তৌফিক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা আক্তার জলি।
সাধারণ সম্পাদক পদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলায়েত আলী বিল্লু, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য মাজাহারুল ইসলাম মানিক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, “সম্মেলন সফল করতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন।”
সম্মেলনে তিনি আবার সাধারণ সম্পাদক নির্বাচিত হবে এমন দাবি জানিয়ে বলেন, “দীর্ঘ ৬ বছরে জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল, আধিপত্য, মনোমালিন্য, তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে নেতা-কর্মী ও সমর্থকদের সুসংগঠিত করতে সাধ্যমতো এবং দলের নীতিনির্ধারণীদের সঙ্গে নিয়ে কাজ করেছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি দাবি রাখতে পারি কাউন্সিলররা আমাকে আবার তাদের সুচিন্তিত মতামত দিয়ে দলের জন্য কাজ করতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন।”
ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বলেন, “পাবনা জেলায় দলীয়ভাবে কোনো কোন্দল, বিশৃঙ্খলা বা গ্রুপিং নেই। আমরা জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। সাংগঠনিকভাবে শক্তিশালী একটি সুসংগঠিত সংগঠন। আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার কর্মকাণ্ড এবং সাংগঠনিক যোগ্যতায় অবশ্যই আমি সভাপতি পদটি পাব।”
২০২০ সালের ২ এপ্রিল পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, ভূমিমন্ত্রী, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ ডিলু ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর দলটির সিনিয়র সহসভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন পুলিশ লাইনস মাঠে শনিবার বেলা ১১টায় উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যকরী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, কার্যকরী সদস্য বেগম আখতার জাহান, প্রফেসর মেরিনা জাহান ও প্রধান বক্তা সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য দেবেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি।