• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবি ছাত্রী ইলমার ময়নাতদন্ত সম্পন্ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:২৯ পিএম
ঢাবি ছাত্রী ইলমার ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার (২৫) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়।

এদিন দুপুর আড়াইটায় ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মাকসুদের নেতৃত্বে একদল চিকিৎসক ময়নাতদন্তের জন্য মর্গে প্রবেশ করেন। তারা ৩০ মিনিট পর বেরিয়ে যান। 

তবে এ সময় সাংবাদিকরা ফরেনসিক বিভাগের প্রধানের কাছে জানতে চাইলে তিনি কিছু না বলেই চলে যান।

নিহতের ছোট চাচা গোলাম মোস্তফা বলেন, “কিছুক্ষণ আগে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখনো গোসল করানো হয়নি। গোসল শেষে তার মরদেহ ধামরাইয়ে নিয়ে যাওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।”

এর আগে মঙ্গলবার বিকেল চারটার দিকে রাজধানীর বনানীতে তার স্বামীর বাসায় মারা যান ইলমা। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের অনেক চিহ্ন পাওয়া যায়। পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

মৃত্যুর ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

পরে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইলমার স্বামী ইফতেখার আবেদীনকে গতকালই (মঙ্গলবার) সন্ধ্যায় আটক করে বনানী থানা-পুলিশ।

Link copied!