• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ডিএনসিসির মশক নিধন কার্যক্রম শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০২:৪৮ পিএম
ডিএনসিসির মশক নিধন কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীতে কিউলেক্স মশার হটস্পট চিহ্নিত করে পাঁচ দিনব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (২৯ নভেম্বর) ডিএনসিসির আওতাধীন হারম্যান মেইনার স্কুলের পাশের ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর ১৩ এলাকা থেকে এই বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হয়।

বিষয়টি নিশ্চত করে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, “কিউলেক্স মশার হটস্পটগুলো ধ্বংসে বিশেষ মশক নিধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে।

তাজুল ইসলাম বলেন, “সকাল থেকে শুরু করে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী কিউলেক্স মশার প্রজনন স্থল হিসেবে চিহ্নিত হটস্পটগুলো ধ্বংসের লক্ষ্যে এই মশক নিধন কর্মসূচিটি পরিচালিত হবে। ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও কর্মসূচিটি একযোগে পরিচালিত হবে।”
 

Link copied!