টার্গেট করেই ইউক্রেনে বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নৌ প্রতিমন্ত্রী বলেন, “ইউক্রেনে অবস্থানরত বাংলার সমৃদ্ধি জাহাজে আটকে পড়া ২৮ বাংলাদেশি নাবিককে উদ্ধার বা নিরাপদে সরিয়ে নিতে কূটনৈতিক পর্যায়ে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।”
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিক হাদিসুরের মরদেহ দেশে ফেরত আনার বিষয়টি নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতির ওপর।”
তবে কারা এ হামলা করেছে, সে বিষয়টি বাংলাদেশ সরকার নিশ্চিত নয় জানিয়ে খালিদ মাহ্মুদ বলেন, “বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলব।”