টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সোমবার (৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত একটি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
জাফরুল্লাহ বলেন, “দ্রব্যমূল্য আমাদের শ্বাসরুদ্ধকর অবস্থায় চলে গেছে। আমার মতে টিসিবির পেছনে লাইন দেওয়াটা ভিক্ষাবৃত্তি। আমরা জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করতে ঘোষণা দিয়ে বলছি এক কোটি লোককে টিসিবির খাবার দেবো। এইটাও একটা ভুল সিদ্ধান্ত।“
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বলেন, “তার চেয়ে বরং দুই কোটি পরিবারকে রেশন দেওয়ার মাধ্যমে খাবার পৌঁছে দেবো, পরিবর্তনের কথা এইভাবে চিন্তা করতে হবে।”
জাফরুল্লাহ আরও বলেন, “বিরোধী দল একটা ন্যায্য আন্দোলন করছে। আপনিও নিশ্চয়ই দ্রব্য মূল্য কমাতে চান, পারছেন না। এইটা আপনার ব্যর্থতা। বিএনপির বিভিন্ন আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের কিছু ক্যাডার বাহিনী মিলিতভাবে বিরোধী দলকে আক্রমণ করছে। এ করে কখনও টিকে থাকা যাবে না।”