• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ছুরিকাঘাতে আহত শাহবাগ থানার এসআই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ০৯:৩১ এএম
ছুরিকাঘাতে আহত শাহবাগ থানার এসআই

রাজধানীর গুলিস্তানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮)। 

মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহত জাহাঙ্গীরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এসআই জাহাঙ্গীর মিয়া গণমাধ্যমকে বলেন, “জজ কোর্টে একটি মামলার বিষয়ে গিয়েছিলাম। ফেরার পথে অতিরিক্ত যানজট থাকায় গুলিস্তানে নেমে হাঁটতে শুরু করি। গুলিস্তানের টিএনটি অফিসের সামনে যাওয়া মাত্রই পেছন থেকে এক যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারী এরশাদের সহযোগিতায় ঢামেক হাসপাতালে আসি।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত এসআই জাহাঙ্গীর মিয়াকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!