• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৫:৩৪ পিএম
চা বিক্রেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ এলাকার কদমতলায় এক চা বিক্রেতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম জহির মুন্সী (২৭)। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
 
এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে কদমতলা হক আবাসিক সোসাইটির মান্ডা খালের পাড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে আজ (শনিবার) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে শুক্রবার রাতে হক সোসাইটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের গলাসহ শরীরে ধারালো অস্ত্রের অসংখ্য আঘাত রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অজ্ঞাতনামা আসামিরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।”

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে একজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিহতের স্বজনরা জানান, চাঁদপুর সদর উপজেলার সাকুয়া গ্রামের মোকলেস মুন্সি ও জায়েদা দম্পতির ছেলে জহির মুন্সী। স্ত্রী পরিবার নিয়ে হক আবাসিক সোসাইটিতে থাকতেন তিনি। এলাকাতে চায়ের দোকান রয়েছে তার। প্রথম স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেলে গত ১৫ দিন আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম সংসারে তার একটি সন্তান রয়েছে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম বলেন, ‍“পাওনা টাকাকে কেন্দ্র করে নাজমুল (২৭) নামে এক যুবকসহ দুজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন বলে জেনেছি। ঘাতক নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা হয়েছে বলেও জানান ওসি।

Link copied!