• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৬:০৩ পিএম
চলন্ত ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর বাড্ডার বড় বেরাইদ এলাকায় চলন্ত ট্রাকের ডালা খুলে নিচে পড়ে মতিন (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিনের ভাতিজা মুরাদ বলেন, “বাড্ডার বেরাইদে গোবর ভর্তি ট্রাকে যাবার সময় ডালা খুলে নিচে পড়ে  গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদ আরও বলেন, “আমাদের বাড়ি বাড্ডা থানার বড় বেরাইদে। আমার চাচার দুই ছেলে ও এক মেয়ে আছে। তার বাবার নাম মৃত কালু মিয়া।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।”

Link copied!