• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

চকবাজারের মদিনা আশিক টাওয়ারে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৬:৩৯ পিএম
চকবাজারের মদিনা আশিক টাওয়ারে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত মদিনা আশিক টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। 

সদরদপ্তরের ডিউটি অফিসার বলেন, “চকবাজারে ১১ তলা বিশিষ্ট মদিনা আশিক টাওয়ারের পঞ্চমতলায় আগুন লাগার খবর পাই সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে। আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।”

তবে আগুন লাগার কারণ ও হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!