• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০২:৫৭ পিএম
গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী রোড এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচায় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মবিন বলেন, “সকাল সাড়ে ৭টার দিকে ওই ব্যক্তিকে শ্যামলী রোড এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে ১০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে মারা যান।

এসআই বলেন, “স্থানীয়রা জানায় ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার নাম-পরিচয় কেউ জানাতে পারেনি।বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!