স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেছেন, “গত এক সপ্তাহে করোনা রোগী বেড়েছে ২২৮ শতাংশ।”
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল বুলেটিনে তিনি এ কথা বলেন।
এ পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।
নাজমুল ইসলাম বলেন, “প্রতিদিন করোনা শনাক্ত বাড়ছে। তবে করোনা রোগী বাড়েনি হাসপাতালে, এতে আত্মতুষ্টির সুযোগ নেই।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বেশি সংক্রমণ হচ্ছে করোনার ওমিক্রন ধরন উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, “পাশের দেশেও ওমিক্রন বেশি ছড়াচ্ছে। সাধারণত কোনো নতুন ভেরিয়েন্ট (ধরন) এলে সেটি পুরোনো ধরনকে প্রতিস্থাপন করে।”
নাজমুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত দেশে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে করোনার ডেলটার ধরনই বেশি ছড়াচ্ছে। গত বছর করোনার ডেলটা ধরনের তাণ্ডব দেখা গেছে। তাই অসতর্ক হওয়ার সুযোগ নেই।”
স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা ও রাঙামাটির পর আরও ১০ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে। ঝুঁকির তালিকায় রয়েছে আরও ৩২ জেলা।
বুলেটিনে জানানো হয়, দেশে ২৭ শতাংশের বেশি পরীক্ষা বেড়েছে এক সপ্তাহে। সাত দিনে ২ লাখ ৩ হাজার ১২২টি পরীক্ষা হয়েছে। রোগী শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৪০৫ জন। এর আগের সপ্তাহের তুলনায় গত সাত দিনে প্রায় সাড়ে ১০ হাজার রোগী বেশি শনাক্ত হয়েছে। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে ২২৮ শতাংশ রোগী বেড়েছে।