• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী: কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২১, ০৯:২৩ পিএম
খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী: কাদের
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী, কারণ তারা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে।”
 
সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “খালেদা জিয়াকে নিয়ে মায়াকান্না করছে বিএনপি নেতারা। সরকার খালেদা জিয়ার মৃত্যু কামনা করে না। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়।”

আওয়ামী লীগের এই নেতা বলেন, “দেশে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে।”

এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা মাঠে থাকে না। কারণ জনগণ তাদের যাকে সাড়া দেয় না।” 

এ ছাড়া শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি বেসরকারি বাস মালিকদের মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, “সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা শিক্ষার্থীদের রাস্তায় দেখতে চাই না। আমরা চাই তারা যেন ঘরে ফিরে যায়।”


 

Link copied!