• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রমেই দুর্বল হচ্ছেন খালেদা জিয়া


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১, ১০:১৫ এএম
ক্রমেই দুর্বল হচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন। তার শারীরিক অবস্থা নিয়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণে রাখছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হাসপাতালের চিকিৎসকরা জানান, বেগম খালেদা জিয়ার প্রতিদিন ওজন কমে যাচ্ছে। খাবার গ্রহণের পরিমাণও কমেছে। প্রতিদিনই সকাল, সন্ধ্যা ও রাতে তার শারীরিক অবস্থা পর্যালোচনায় ‘ক্লোজ মনিটর’ বসিয়ে মেডিকেল বোর্ডে বসবেন। তাত্ক্ষনিক পরিস্থিতি বুঝে এরপর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিনই নতুন করে ওষুধ পাল্টাতে হচ্ছে।

চিকিৎসকরা আরও জানান, দুই এক দিন পরপরই বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ শুরুর সঙ্গে সঙ্গেই স্যালাইনের সঙ্গে ইনজেকশন দেওয়া হচ্ছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। হিমোগ্লোবিনের মাত্রাও কমে যাচ্ছে। রক্ত কিংবা ওষুধ দিয়ে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো হচ্ছে। তার শারীরিক অবস্থার অবনতির দিকে যাচ্ছে। পুরোপুরি সুস্থ হওয়ার সুযোগ নেই। তবে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন।

Link copied!