ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম মো. আব্দুস সালাম হাওলাদার (৬০)।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ৭টায় তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার থেকে ঢামেকে নিয়ে আসা কারারক্ষী সৈকত হোসেন বলেন, “বুধবার গভীর রাতে আব্দুস সালাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সকালে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। এ সময় তাকে প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কারারক্ষী সৈকত আরও বলেন, “আব্দুস সালাম কারাগারে কয়েদি (কয়েদি নং ৬৮০৮/এ) হিসেবে ছিলেন। তবে কি মামলায় তার সাজা হয়েছে সেটা বলতে পারি না।”
তবে তার বাবার নাম মৃত মৌজ আলী হাওলাদার বলে জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এক কয়েদিকে অসুস্থ অবস্থায় নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি হওয়ার পর ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।