• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কিশোরদের ছুরিকাঘাতে যুবক আহত


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৩:১৮ পিএম
কিশোরদের ছুরিকাঘাতে যুবক আহত

সাভারে কিশোরদের ছুরিকাঘাতে রুবেল (২৫) নামে এক যুবক আহত হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার সিটি সেন্টারের পিছনে এক দল কিশোর ওই যুবক ওপর হামলা করে।

আহত রুবেল সাভার পৌর এলাকার বেদেপাড়া মহল্লার আজাদ শিকদারের ছেলে। তিনি ওয়াপদারোড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে একটি প্যান্ট শার্টের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতেন।

আহতের স্ত্রী সুমি আক্তার জানান, বৃহস্পতিবার রাতে জানতে পারে রাব্বি ও তার সঙ্গীরা রুবেলের ওপর হামলা চালায়। পরে ঘটনাস্থলে এসে মাটিতে রক্ত দেখতে পাই। এসময় স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে সুপার ক্লিনিকে গিয়ে রুবেলকে চিকিৎসাধীন অবস্থায় দেখি। তবে রুবেলে শারীরিক অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থার নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিবেদক

Link copied!