• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘কার কাছে বিচার চাইব?’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ০২:১৪ পিএম
‘কার কাছে বিচার চাইব?’

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফনান জামালের (২২) পরিবার মামলা করবে না। তার শান্তিবাগের বাসায় চলছে শোকের মাতম।

নিহত সামিয়ার বাবা মো. জামাল উদ্দিন বলেন, ‘কার শাস্তি চাইব? বিচার নাই, বিচার কার কাছে চাইব?’

মেয়ে হত্যার ঘটনায় মামলা করবেন না জানিয়ে জামাল উদ্দিন বলেন, “আমার মেয়ের হত্যার ঘটনায় মামলা করব না। আমরা কোনো দিন মামলায় জড়াই নাই। আমরা সাধারণ, নিরীহ মানুষ।”

মেয়ের লাশ পেতে ঢাকা মেডিকেলের মর্গের সামনে অপেক্ষা করছেন জামাল উদ্দিন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তার মেয়ে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। 

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৮)। একই ঘটনায় নিহত হন সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা সামিয়া।
 

Link copied!