কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুরের জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা, অধিদপ্তরের করোনা টিকাবিষয়ক কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এবং ঢাকার সিভিল সার্জন এ সময় উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ১৯ হাজার ১৯৯টি কওমি মাদ্রাসা আছে। শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখের বেশি। এদের ফাইজারের টিকা দেওয়া হবে।
জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম জানান, আজ শুধু মেয়ে শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে। ১২ থেকে ১৭ বছর বয়সী ৫০০ জন এবং ১৮ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।
টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে শামসুল হক বলেন, “শুধু ঢাকা নয়, সারা দেশের সকল কওমি মাদ্রাসায় টিকা দেওয়া হবে। আস্তে আস্তে এটার প্রসার বাড়ানো হবে।”