• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এসি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৫:৪৯ পিএম
এসি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর সেগুনবাগিচা এলাকায় এসি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে আরিফ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরিফকে উদ্ধার করে নিয়ে আসা ঠিকাদার রাজিব বলেন, “সেগুনবাগিচা বাজারের মেডিমেট ফার্মাসিউটিক্যাল ভবনের তৃতীয় তলায় বাইরে এসি মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলা থেকে পড়ে যান আরিফ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

রাজিব আরও বলেন, “আরিফ মুগদা বিশ্বরোড এলাকায় থাকতেন। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার মনোয়ারগাতি গ্রামে। তিনি ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।”

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা রমনা থানাকে জানিয়েছি।”

Link copied!