• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

এখনও বাসায় ফেরেননি মুরাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১, ০২:৫৯ পিএম
এখনও বাসায় ফেরেননি মুরাদ

সোমবার বেলা ১১টার দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন ডা. মুরাদ হাসান। আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটা পার হয়ে গেলেও এখনো বাসায় ফেরেননি বলে জানান ডা. মুরাদের ধানমন্ডির বাড়িতে সিকিউরিটি গার্ডের দায়িত্বে থাকা সুমন।

সুমন সংবাদ প্রকাশকে জানান, স্যার গতকাল (সোমবার) বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়েছেন। এরপর আর তিনি বাসায় আসেননি। এখন পর্যন্ত তিনি কোথায় আছেন আমরা জানি না।

মঙ্গলবার ডা. মুরাদের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি গতকাল (সোমবার) বাসা থেকে বের হওয়ার পর একদিন পেরিয়ে গেলেও এখনো বাসায় ফেরেননি।

নাম প্রকাশ না করার শর্তে ডা. মুরাদের বিশ্বস্ত একজন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তার বক্তব্য নিয়ে তোলপাড় তৈরি হয়েছে। তখন তিনি বিব্রত হয়ে পড়েন। তিনি তার পরিবারসহ আত্মীয়-স্বজনের কাছে হেয় প্রতিপন্ন হওয়ার অবস্থা। তাই তিনি গতকাল বাসা থেকে বের হয়ে চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে  চিত্রনায়িকা মাহিয়া মাহি ও মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হয়। সেই ফোনে মুরাদ অশ্লীল ও আপত্তিকর ভাষায় মাহির সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মাহিকে ধর্ষণের হুমকিও দেন। এর আগে, তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন মুরাদ। এমন বক্তব্যে মুরাদ হাসানের পদত্যাগ দাবি করে বিএনপি। এছাড়া নারী অধিকার কর্মীরাও তার পদত্যাগ দাবি করে বিবৃতি দেয়।

এসব ঘটনা মধ্যেই সোমবার রাতে মুরাদ হাসান প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মুরাদ হাসান জামালপুর-৪ আসনের সংসদ সদস্য। পেশায় চিকিৎসক এই রাজনীতিবিদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সদস্য। এর আগে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে ২০১৯ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Link copied!