• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

এক সপ্তাহ পেছালো ডিসি সম্মেলন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৮:২৮ পিএম
এক সপ্তাহ পেছালো ডিসি সম্মেলন

এক সপ্তাহ পিছিয়েছে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। আগামী ১৮, ১৯ ও ২০ জানুয়ারি (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) এ সম্মেলন হবে।

রোববার (২ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। 

চিঠির তথ্য অনুযায়ী, ১১ জানুয়ারির পরিবর্তে ১৮ জানুয়ারি সকাল ১০টায় ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ডিসি ও বিভাগীয় কমিশনারসহ অন্য কর্মকর্তারা এবং গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে সবশেষ ২০১৯ সালের ১৪ থেকে ১৮ জুলাই জেলা এ সম্মেলন হয়। এরপর করোনার কারণে গত দুই বছর জেলা প্রশাসক সম্মেলন হয়নি।

Link copied!