• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আয়কর রিটার্ন জমার শেষ দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২১, ০৮:৪০ এএম
আয়কর রিটার্ন জমার শেষ দিন

আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার (৩০ নভেম্বর)। এই বছর আয়কর বিবরণী জমা দেওয়ার সময় বাড়ছে না। নির্ধারিত সময়ের পর আয়কর বিবরণী জমা দিলে গুনতে হবে জরিমানা।

সকাল থেকে রাজধানীর কর অঞ্চল অফিসগুলোতে বেড়েছে করদাতাদের ভিড়। শুরুতে ভিড় না থাকলেও শেষ দিকে করদাতারা রিটার্ন জমা দেওয়ার জন্য় ভিড় করছে। এদিকে করদাতাদের সুবিধার্থে বুথ বাড়ানো হয়েছে।

কর কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার (২৫ নভেম্বর) থেকে ভিড় বাড়ছে। শেষ সময়ে বাড়তি চাপের কথা বিবেচনা করে বুথ বাড়ানো হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন বলেন, “আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ছে না। কারও কোনো সমস্যা হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের কাছে সময়ের আবেদন করবে পারবেন। বিনা জরিমানায় এক মাস সময় পাবেন। আইন অনুযায়ী জরিমানাসহ আয়কর বিবরণী দাখিলে চার মাস পর্যন্ত সময় দেওয়া রয়েছে।"

বর্তমানে দেশে ৬০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। সারা দেশের ৩১টি কর অঞ্চল ও ৬৪৯টি সার্কেলে আয়কর দাতাদের প্রয়োজনীয় সব সেবা দিতে নভেম্বর মাসকে নির্ধারণ করে এনবিআর। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী অর্থবছরের আয়কর বিবরণী দাখিল করতে হয়।

কর রিটার্ন সুবিধার্থে রাজধানীসহ দেশজুড়ে কর মেলার আয়োজন করা হলেও করোনার কারণে তা বন্ধ রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। গত বছরও এই আয়োজন বন্ধ ছিল। তবে দেশের বিভিন্ন কর অঞ্চলের কার্যালয়ে মাসব্যাপী করসেবা আয়োজন রাখা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!