• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আবারও ভার্চুয়াল কোর্টে ফিরব: প্রধান বিচারপতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২২, ১১:০৫ এএম
আবারও ভার্চুয়াল কোর্টে ফিরব: প্রধান বিচারপতি

করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও ভার্চুয়ালি কোর্ট পরিচালনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে এজলাসে এসে প্রধান বিচারপতি এ কথা জানান। সকাল ৯টার দিকে এজলাসে আসেন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অপর পাঁচ বিচারপতি।

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়। আলোচনায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, “চারদিকে যে অবস্থা (করোনা সংক্রমণ) দেখছি, ইতোমধ্যে আমাদের ১৩ জন বিচারপতি ও নিম্ন আদালতের ৩৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। অনেক কর্মীও করোনা আক্রান্ত। আমরা হয়তো আবারও ভার্চুয়াল কোর্টে ফিরে যাব।”

প্রধান বিচারপতি আরও বলেন, “ভার্চুয়াল কোর্টে যে মামলা নিষ্পত্তি কম হয়, তা নয়। আমরা বিষয়টি সিরিয়াসলি ভাবছি।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও কয়েকজন আইন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী বলেন, “মানুষের জীবন আগে। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!