• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘অভিজিৎ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিকে স্বাগত’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৪:১২ পিএম
‘অভিজিৎ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিকে স্বাগত’

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, “লেখক অভিজিৎ হত্যাকারীদের সন্ধান চেয়ে যুক্তরাষ্ট্র সরকারের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানাই।”

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, “আমেরিকার ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণায় তারা সুবিধা পেতে পারে। বিন লাদেনের ক্ষেত্রেও তারা এভাবে সফল হয়েছিল বলে শুনেছি।”

এই পলিসি বা স্ট্র্যাটেজি মনে হয় অনেক সময় সাকসেসফুল হয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “অনেক দেশই অনেক সময় এটা ফল করে। আমরাও তো বঙ্গবন্ধুর তিন খুনিকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছি। কেউ যদি তথ্য দিতে পারে, তাদের অবশ্যই সরকার পুরস্কার দেবে।”

আব্দুল মোমেন আরও বলেন, “আমাদের দেশের কিছু মানুষ আছে, যারা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে। বিশেষ করে তাদের আইন প্রণেতাদের সঙ্গে। তাদের মিথ্যা তথ্য দিচ্ছেন, মিথ্যা ভিডিও বানাচ্ছেন। বাংলাদেশে একজন মরলে বলে ১০০ জন বিচারবহির্ভূত হত্যা হয়েছে। আর যুক্তরাষ্ট্রের এ ধরনের ঘটনাকে বলে লাইন অফ বিউটি।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশে একজন মরলে আপনারা যা বলেন, বিচারবহির্ভূত হত্যা, ওরা তাই প্রচার করে। আপনারা সংবাদপত্রে বড় হরফে ফলাও করেন। ওরা তা নিয়ে অপপ্রচার চালায়। ও দেশেও কিছু লোক আছে, এ দেশেও কিছু লোক আছে।”

Link copied!