• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অজ্ঞানপার্টির খপ্পরে সব হারালেন রিকশাচালক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০২:৪৬ পিএম
অজ্ঞানপার্টির খপ্পরে সব হারালেন রিকশাচালক
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. বাবুল মিয়া (৫০) নামে এক রিকশাচালক। এ সময় রিকশাসহ তার কাছে থাকা টাকাপয়সা সব নিয়ে গেছে চক্রটি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে স্টমাক ওয়াশ দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুর আলম বলেন, “খবর পেয়ে আমরা এজিবি কলোনির সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে স্টমাক ওয়াশ দিয়ে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।”

মো. নুর আলম আরও বলেন, “আশপাশের লোকজন জানায়, লোকটি রিকশা চালাতো। অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে তার রিকশা ও টাকাপয়সা নিয়ে যায়। পরে রাস্তায় পড়ে থাকলে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।”

Link copied!