• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫

রোববার কোথায় কী কর্মসূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০৮:২৮ এএম
রোববার কোথায় কী কর্মসূচি

রাজধানীসহ সারাদেশে এখন সরব রয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠন নানা কর্মসূচি পালন করছে দেশজুড়ে। প্রতিদিনের মতো রোববারও (৪ ডিসেম্বর) থাকছে নানা কর্মসূচি। কোথায়, কখন, কোন দলগুলো কী কর্মসূচি পালন করছে এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনরা কোথায়, কখন যাচ্ছেন তা জেনে নিন:

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম জনসভা

  • সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম যাবেন এবং বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। এদিন ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে সামরিক বাহিনীর একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
  •  দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন। স্টেডিয়াম থেকে গাড়িতে করে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন। চট্টগ্রাম নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যেগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে সভা মঞ্চ তৈরি করা হয়েছে পলোগ্রাউন্ড মাঠে।

বিএনপির বিভিন্ন কর্মসূচী
 

  • সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচে ঢাকা বিভাগীয় গণসমাবেশ প্রচার উপকমিটির এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন আব্দুল্লাহ আল নোমান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
  • এছাড়াও ঢাকা মহানগর দ‌ক্ষিণ বিএন‌পির কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে ১০ ডিসেম্বরের ঢাকা বিভাগীয় গণসমা‌বেশ সফল করার ল‌ক্ষ্যে লিফ‌লেট বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে।

নেসকোর সেমিনার

  • সকাল ৯টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ‘Towards 2041: Challenges and way forward’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

জেএসডি’র কেন্দ্রীয় কাউন্সিল

  • সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
  • বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে ‘সাম্প্রতিক রাজনীতি ও পরিবর্তন নিয়ে রাজনীতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

কল্যাণ পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী

  • বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কল্যাণ পার্টির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

রবি ক্লাউড উদ্বোধন

  • সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে টেলিকম কোম্পানি রবি সেবা ’রবি ক্লাউড’র উদ্বোধন হবে।   এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম।

 

Link copied!