• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৮:১০ এএম
সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট কাজ করেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ আগুন লাগার খবর পায়। পরে ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগবে। প্রতিটি তলায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কত তলা থেকে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১৩তলা বিশিষ্ট সাইদ গ্র্যান্ড সেন্টারের ১০তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছিল। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় টার্ন টেবল লেডার (টিটিএল)।

রাফি আল ফারুক আরও জানান, ভবনটিতে অষ্টম তলায় জিম সেন্টার এবং নবম ও দশম তলায় রেস্টুরেন্ট রয়েছে।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!