নেতাকর্মীদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, “সকলকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে। আগামী সংসদ নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নানক বলেন, “আওয়ামী লীগের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে বোঝা যায় বাংলার মানুষ উন্নয়ন-অগ্রগতি চায়। বাংলার মানুষ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।”
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, “চোরে না শোনে ধর্মের কাহিনী। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সারা দেশে রক্তপাত ঘটিয়েছে। ওরা ক্ষমতায় থাকাকালীন মায়ের সামনে বোনকে ধর্ষণ করেছে। আওয়ামী লীগ নেতাদের হাত-পা কেটে চোখ উপড়ে ফেলে দিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে। সেই বিএনপি-জামায়াত আজকে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন মেনে নিতে পারছে না। দেশের শান্তি সমৃদ্ধিকে মেনে নিতে পারে না।”
বিএনপি নেতা মির্জা ফখরুলের উদ্দেশ্যে আওয়ামী লীগের এ নেতা বলেন, “বিএনপি নেতা মির্জা ফখরুল বড় বড় কথা বলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পেছনের মূল কারিগর আপনার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেই খুনি জিয়াউর রহমানই মেজর ডালিম, রশিদ, শাহরিয়াসহ বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে বিদেশি দূতাবাসে গুরুত্বপূর্ণ পদে চাকরি দিয়েছে।”
নানক আরও বলেন, “বেগম খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় এসে ওই খুনিদের দিয়ে নির্বাচন করে মহান সংসদকে অবমাননা করেছে। খালেদা জিয়ার সন্তান তারেক রহমান একুশে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে। তারপরেও খালেদা জিয়ার ছেলে কোকো মারা যাওয়ার পরে মহান নেত্রী ছুটে গিয়েছিলেন খালেদাকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিন্তু তারা গেট আটকে দিয়েছেন। এ হচ্ছে বিএনপির চিরচেনা রূপ।”