• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

রংপুর সিটির তফসিল ঘোষণা, ভোট ২৭ ডিসেম্বর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৪:৪৪ পিএম
রংপুর সিটির তফসিল ঘোষণা, ভোট ২৭ ডিসেম্বর

রংপুর সিটি করপোরেশনের (রসিক) আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ হবে রংপুর সিটি করপোরেশনে। নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর।

সোমবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম এ তফসিল ঘোষণা করেন।


ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম জানান, রংপুর সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ইসির যুগ্ম সচিব নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক আবদুল বাতেনকে।

রংপুর সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।

২০১২ সালে দেশের সপ্তম মহানগরের স্বীকৃতি পায় রংপুর। যাত্রা শুরু হয় রংপুর সিটি করপোরেশনের। ৩৩টি ওয়ার্ড নিয়ে ২০৫ দশমিক বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরী দেশের দ্বিতীয় বৃহত্তম। প্রায় ৮ লাখ মানুষের বসবাস এই নগরীতে। ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার।

Link copied!