ভারতে দ্বিতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৭ নভেম্বর) ভারতের আয়োজনে ভার্চুয়াল এই শীর্ষ সম্মেলন সকালে উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে বক্তব্য রাখেন।
এই সম্মেলনে আলোচনা হবে বৈশ্বিক উন্নয়নের ফলে সৃষ্ট চ্যালেঞ্জ নিয়ে। এতে ১০টি সেশন হবে। উদ্বোধনী ও সমাপনী অধিবেশন রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান স্তরে হবে এবং সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদী।
উদ্বোধনী নেতাদের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘একসাথে, সবার জন্য প্রবৃদ্ধি, সবার আস্থার সাথে’ এবং সমাপনী নেতাদের অধিবেশন হবে ‘গ্লোবাল সাউথ: টুগেদার ফর ওয়ান ফিউচার’। এ ছাড়া ৮টি থাকবে বিভিন্ন থিমসহ মন্ত্রী পর্যায়ের অধিবেশন।
এর আগে ভারত উদ্বোধনী ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট আয়োজন করেছিল ২০২৩ সালের ১২ ও ১৩ জানুয়ারি। এই উদ্যোগ গ্লোবাল সাউথের ১২৫টি দেশ একসঙ্গে তাদের মতামত তুলে ধরেছিল।