• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২, ১১:৫৪ এএম
সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম

সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। সব ধরনের সবজির দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বেগুন গত সপ্তাহে প্রতি কেজি ছিল ৬৫ টাকা, এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। ২০০ গ্রামের একটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।  

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিভিন্ন বাজারে সরজমিনে ঘুরে দেখা যায়, প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়সের কেজি ৬০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ৭০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটোল ৬০ টাকা, টমেটো ১৩০ টাকা, কাঁচকলা প্রতি হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০ টাকা আর গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। এ ছাড়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে।

আগের দামে বিক্রি হচ্ছে মুরগির ডিমের দাম। গত সপ্তাহে ডিমের ডজন ছিল ১৫০ টাকা। এ ছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২০০ টাকা ডজন।

মাছবাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩২০-৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকায়। শিং মাছের কেজি ৩৫০-৪৬০ টাকা। আর ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে কৈ মাছের কেজি। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০-৫০০ টাকা। সপ্তাহের ব্যবধানে এসব মাছের দামে পরিবর্তন আসেনি।

তবে পেঁয়াজ, গরুর মাংস, চালসহ বেশির ভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল। বাজারগুলোতে মুরগি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকা কেজি, যা গত সপ্তাহে একই দাম ছিল।

রাজধানীর রামপুরা বাজারের সবজি বিক্রেতা মো. বসির আহমেদ সংবাদ প্রকাশকে বলেন, বৃষ্টির অজুহাতে প্রতিদিন সবজির দাম বাড়ছে, বিক্রেতারা বলছে তাই সবজির সরবরাহ কম। আবার শীতের সবজি বাজারে আসতে শুরু করেছে। চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম, তাই দাম বেশি।

কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, সবজির দাম মূলত জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকেই বাড়ছে। এখন পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে পাইকারি বাজারেই কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে সবজি বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

নিত্যপণ্য কিনতে আসা মিনু আক্তার সংবাদ প্রকাশকে বলেন, “বাজারে সব ধরনের পণ্যের দাম চড়া। মুরগি, সবজি ও মাছ গত সপ্তাহের মতো বাড়তি দামে বিক্রি করছেন বিক্রেতারা। কিন্তু বাজারে এসব পণ্যের কোনো ধরনের কমতি নেই। খেয়ে বাঁচতে হবে, এ জন্য নিরুপায় হয়ে এসব খাদ্যপণ্য কিনছি। দেখার যেন কেউ নেই।”

বেসরকারি চাকরিজীবী হেলাল হোসেন।  তিনি সংবাদ প্রকাশকে বলেন, “বারবার দাম বাড়ায় আমাদের মতো মানুষের সংসার চালানোর হিসাব মেলানো কঠিন হয়ে গেছে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।” 

Link copied!