• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পুরান বউ নতুন শাড়িতে আর দেখতে চাই না: চরমোনাই পীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৯:৩৮ পিএম
পুরান বউ নতুন শাড়িতে আর দেখতে চাই না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, পুরান বউ নতুন শাড়িতে নতুন মোড়কে দেখতে চাই না, বারবার আপনারা ধোঁকা খান তাহলে এই দেশ আর সুন্দর হবে না, চাঁদাবাজি খুন-ঘুম, টাকা পাচার বন্ধ হবে না। জালিম-চাঁদাবাজা এবং বিদেশের তাবেদার থেকে দেশকে মুক্ত করে স্বর্ণের দেশে পরিণত করতে হবে।

চরমোনাই পীর আরো বলেন, এই দেশে ইসলাম কায়েম করতে হলে দেশপ্রেমিকরা ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতা প্রেমিকদের বাংলার জমিন থেকে উৎখাত করে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। আমরা বার বার আওয়ামী লীগ বিএনপির শাষণ দেখেছি।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ দফা দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন জেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আরো বলেছেন, ১৯৮৭ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যবধি পর্যন্ত একজন এমপিও আমাদের ব্যানার দলীয় মার্কায় এমপি সংসদে যায়নি। সুযোগ কিন্তু বহু ছিল। গত ২০২৪ এ আওয়ামী লীগ বহু চেষ্টা করেছে। বিরোধী দল বানানোর জন্য তাদের অনেকটা আকঙ্ক্ষা ছিল। বিএনপিও চেষ্টা করেছে, এখনও করছে। এমপি-মন্ত্রী এবং সম্পদ-সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর হুকুম কায়েমের জন্য।

চরমোনাইপীর আরো বলেন, বিদেশিদের দালালি, পাশের রাষ্ট্রসহ তাদের প্রেসক্রিপশনে যেন আমাদেরকে আর না চলতে হয়। আমরা যেন গোলামের জিঞ্জিরা আর হাতে না লাগাই। এই জিঞ্জিরা থেকে মুক্তি পাওয়ার সুযোগ এসেছে ৫ আগস্টের পরে। চাঁদাবাজ, টেন্ডারবাজ এমনকি একটা পানের দোকানদার পর্যন্ত চাঁদা দিতে হয়। জালেমদের থেকে, চাঁদাবাজ থেকে এবং বিদেশের তাবেদার থেকে যদি আমাদের সুন্দর দেশটাকে স্বর্ণের দেশে তৈরি করতে হয়, ইসলামকে গাছ হিসেবে দাঁড় করতে হয়, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, যারা দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমীরা একত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করে, বাংলার জমিন থেকে নিক্ষেপ করে সমুদ্রে ফেলতে হবে।

তিনি আরো বলেন, আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি-জাতীয় পার্টির শাসন দেখেছি। যদি বারবার আপনারা ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না, চাঁদাবাজী বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, টাকা পাচার করা বন্ধ হবে না। দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রের ক্ষমতায় নিতে চান। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনীদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে হয়, তাহলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে। বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর রচনা করতে হবে । ৫৩ বছর যে জুলুম নির্যাতন, খুন খারাবি গুম, আয়নাঘর, টাকা পাচার করা, চাঁদাবাজি। ২০২৪ এর পরে জুলাই, ৫ই আগস্ট এখন আমাদের দেশকে গঠন করার সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা পরিবেশ তৈরি হয়েছে। লক্ষ্মীপুর-নোয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি।

ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব:) মুহাম্মদ ইব্রাহিম এর সভাপতিত্বে এবং মাওলানা ইমরান হোসাইনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলার সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুর নবীসহ আরো অনেকে।

Link copied!