• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

৫৫ বছরে পদার্পণ মহিলা আ.লীগের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৯:০০ পিএম
৫৫ বছরে পদার্পণ মহিলা আ.লীগের

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার (২৭ ফেব্রুয়ারি)। ১৯৬৯ সালে গঠন হওয়া সংগঠনটি ৫৫ বছরে পা দিচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটি।

সোমবার বিকাল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি করবে।

অনুষ্ঠানমালায় রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি মেহের আফরোজ চুমকি ও সঞ্চালনা সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা।

মহিলা আওয়ামী লীগ জানিয়েছে, ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা, সম-মর্যাদা প্রদান ও নারীর উন্নয়নে গঠন করেছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। যা আজ দক্ষিণ এশিয়ায় সর্ববৃহৎ নারী সংগঠনে রূপ নিয়েছে।

Link copied!