• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

সরকার সংবিধান নিয়ে তামাশা করছে : নজরুল ইসলাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০২:০৩ পিএম
সরকার সংবিধান নিয়ে তামাশা করছে : নজরুল ইসলাম

সরকার সংবিধান নিয়ে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

সরকারকে উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, “কী শুরু করেছেন আপনারা? সংবিধানের কথা বলেন। আরে সংবিধান নিয়ে তো আপনারা তামাশা করছেন। আপনারা সংবিধানে লেখে রাখেন সমাজতন্ত্র কায়েম করবেন, আর চর্চা করেন মুক্তবাজার অর্থনীতি। এই দুইটা কি একসঙ্গে যায়। বইতে লেখে রাখবেন, রাষ্ট্রধর্ম ইসলাম। আবার বলবেন আপনারা ধর্মনিরপেক্ষ। এই কী যায়?”

বিএনপির এই নেতা আরও বলেন, “আপনারা যে সংবিধান নিয়ে রং-তামাশা করেন, এই সংবিধানের দোহাই দিয়ে জনগণের আন্দোলন প্রতিহত করতে চান। অসম্ভব। পারবেন না। কেউ পারেনি। আপনারাও পারবেন না। ইনশা আল্লাহ আগামী দিনে আমরা এগিয়ে যাব।”

নজরুল ইসলাম খান বলেন, “লাখো মানুষের রক্তের বিনিময়ে যে দেশটা আমরা অর্জন করেছি, সেই দেশটা ওরা শেষ করে ফেলবে, আর আমরা বসে থাকব—এটা হতে পারে না। আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, গ্রামেগঞ্জে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ আগে ভয় পেত, এখন আর ভয় পায় না।”

Link copied!