• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

আমরা গণতন্ত্রের রীতিনীতি মেনে চলছি : কাদের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৬:০৩ পিএম
আমরা গণতন্ত্রের রীতিনীতি মেনে চলছি : কাদের

আওয়ামী লীগ সংকিত নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “আমরা গণতন্ত্রের রীতিনীতি মেনেই চলছি।”

সোমবার (২০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় বাংলাদেশ ছাত্র লীগের স্টল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপি পদযাত্রার নামে বিশৃঙ্খলা করছে। আর আওয়ামী লীগ জনগণের নিরাপত্তার জন্য কাজ করছে। জ্বালাও-পোড়াও আন্দোলনের জন্য বিএনপি সব সময় সেরা ছিল।

বিএনপির আন্দোলনের সফলতা না পেয়ে বিশৃঙ্খলা ও সংঘাতের দিকে এগুচ্ছে জানিয়ে কাদের বলেন, “পথ হারিয়ে বিএনপি এখন পদযাত্রায় ডুবে আছে। নির্বাচন ছাড়া তাদের আর কোনো বিকল্প পথ নেই।”

তিনি বলেন, “নির্বাচনে কোনো সংঘাতের আশঙ্কা নেই। মিছিল-মিটিং করার জন্য অনেক লোকের প্রয়োজন। কিন্তু সংঘাত করার জন্য দুই-চারজনই যথেষ্ট। সন্ত্রাসের শিক্ষা বিএনপির আগে থেকেই রয়েছে। যেকোনো মুহূর্তে আবারও তারা সংঘাত সৃষ্টি করতে পারে। জনগণের জানমাল নিরাপত্তায় সংখ্যায় সরব আছি। যাদের ঘরে গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র কেন চাইবে। তারা সংঘাতের সৃষ্টি করে ছোড়া গুলিতে হেঁটে সরকারকে পতন ঘটিয়ে ক্ষমতায় যেতে চায়।”

তিনি আরও বলেন, “আইনি প্রক্রিয়ায় নির্বাচন কমিশন করা হয়েছে। খালেদা জিয়া নির্বাচনের জন্য ফিট নয়। তবে রাজনীতি করতে চাইলে করুক।”

Link copied!